ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

তিন কার্যদিবস পর বাড়লো সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মে ১৬, ২০১৬
তিন কার্যদিবস পর বাড়লো সূচক

ঢাকা: টানা তিন কার্যদিবস দরপতনের পর উত্থানের দেখো পেলো দেশের পুঁজিবাজার। দিনভর সূচকের ওঠানামা শেষে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬মে) উভয় বাজারে বেড়েছে সূচক, লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

এদিন ঢাকার বাজারে সূচক বেড়েছে ১৩ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে বেড়েছে ৩৫ পয়েন্ট।

এর আগের তিন কার্যদিবস বুধ, বৃহস্পতি এবং সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় বাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আইসিবিসহ সরকারি প্রতিষ্ঠানের মার্কেট সার্পোটের ফলে তিনদিন পর সূচক সামান্য বেড়েছে।

নতুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ দশমকি ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইএক্স শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ২ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৮ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ২৫৮ কোটি টাকা।

এদিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারের দাম।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৩৫ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ১৮ লাখ টাকা।

লেনদেন হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত আছে ৩৫টি।
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।