ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শনিবার সিএসই’র নির্বাচন ও এজিএম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মে ২০, ২০১৬
শনিবার সিএসই’র নির্বাচন  ও এজিএম

ঢাকা: দেশের বৃহত্তম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদের নির্বাচন শনিবার ২১ মে অনুষ্ঠিত হবে।

ডিমিউচ্যুয়ালাইজইড স্টক এক্সচেঞ্জ পরবর্তী স্টক এক্সচেঞ্জের দ্বিতীয় নির্বাচন।

নির্বাচন শেষে একই দিন কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২০ মে) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক।

তিনি বলেন, শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পরিচালক নির্বাচনে ভোট গ্রহন চলবে। এরপর  বেলা ৩টা থেকে সিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সিএসই সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদের একটি আসনে এ নির্বাচন হবে। নির্বাচনে একটি আসনের বিপরীতে আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন ও বিকে ক্যাপিটাল ম্যানেজম্যান্টের পরিচালক (অব.) মেজর এমদাদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২০ মে, ২০১৬
এমএফআই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।