ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ইতিবাচক ধারায় পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মে ২৪, ২০১৬
ইতিবাচক ধারায় পুঁজিবাজার

ঢাকা: শবেবরাত উপলক্ষে সোমবার (২৩ মে) পুঁজিবাজার বন্ধ থাকার পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪মে) উভয় বাজারে ইতিবাচক ধারায় লেনেদেন হয়েছে। দিনভর সূচকর ওঠানামা শেষে এদিন উভয় বাজারে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

 

পাশাপাশি বেড়েছে বাজার মূলধন। তবে শেয়ার বিক্রির চাপে ঢাকার বাজারে সূচক সামান্য কমলেও চট্টগ্রামের বাজারে বেড়েছে। এর আগে রোববার (২২ মে) পর্যন্ত টানা পাঁচ কার্যদিবস পুঁজিবাজারে উত্থান হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে শূন্য দশমিক ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইএক্স শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ‍ শূন্য দশমিক ৩৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৩ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৭০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯২ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৩৬৯ কোটি টাকা।

এদিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১২ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৮ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত আছে ৩৭টি।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।