ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বাজেটের পর প্রথম কার্যদিবসে দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুন ৫, ২০১৬
বাজেটের পর প্রথম কার্যদিবসে দরপতন

ঢাকা: নতুন অর্থবছরের (২০১৬-১৭) প্রস্তাবিত বাজেটের পর প্রথম কার্যদিবস রোববার (০৫ জুন) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

এদিন দিনভর সূচকের ওঠানামা শেষে ঢাকার বাজারে সূচক কমেছে ২০ পয়েন্ট, চট্টগ্রামে কমেছে ৪৫ পয়েন্ট।

রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ দশমিক ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।       

ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৭ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯৩ কোটি ৫২ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত আছে ৫৩টি।
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৪৫ দশমিক ১৮ পয়েন্ট কমে ৮ হাজার ২৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৫৫ লাখ টাকা।

লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত আছে ২৯টি।
 
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।