ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

তিনদিন পর বাড়লো সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
তিনদিন পর বাড়লো সূচক

ঢাকা: টানা তিন কার্যদিবস দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ জুন) পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। বেড়েছে সূচক ও লেনদেন।

তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।  

সূচকের বেশ উঠানামার মধ্যদিয়ে মঙ্গলবার দুই পুঁজিবাজারে লেনদেন শুরু হয়ে শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে।  

দিন শেষে ঢাকার বাজারে সূচক বেড়েছে ৪ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে বেড়েছে ১৫ পয়েন্ট। তবে তার আগের তিন কার্যদিবস বৃহস্পতি, রোব ও সোমবার (০৯, ১২ ও ১৩ জুন) পুঁজিবাজারে দরপতন হয়েছে।  

বাজার সংশ্লিষ্টদের মতে, আইসিবিসহ সরকারি প্রতিষ্ঠানগুলোর মার্কেট সাপোর্টের ফলে দিন শেষে দরপতন থেমেছে। দিনের শেষ ভাগে তারা বড় মূলধনী কোম্পানির শেয়ার কিনেছেন। এর ফলে সূচক বাড়লেও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩১৯ কোম্পানির ১০ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ১১৩ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ৩৮৭ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে।  

আগের দিন লেনদেন হয়েছিলো ৩৬৩ কোটি ৭৮ লাখ টাকার। তিন সূচকে পথ চলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩.৬৮ পয়েন্টে বেড়ে ৪ হাজার ৪০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।     

ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ০.৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৪ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৪১ এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১৪.৫৫ পয়েন্টে বেড়ে ৮ হাজার ২৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। আগের দিন লেনদেন হয়েছিলো ২২ কোটি টাকা।

লেনদেন হওয়া ২৩৩ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত আছে ৪১টির।
 
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।