ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শ্রমিক কল্যাণ তহবিলে কোটি টাকা দিলো ডিএসই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জুন ২১, ২০১৬
শ্রমিক কল্যাণ তহবিলে কোটি টাকা দিলো ডিএসই

ঢাকা: শ্রমিকদের জন্য গঠিত সরকারের ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ তহবিলে ১ কোটি ৯ লাখ টাকার চেক দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ জুন) ডিএসই’র চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হকের কাছে ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ অর্থ বছরের জন্য এ চেক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোরশেদ আলম, সচিব মিকাইল শিপার, যুগ্ম সচিব ম আ কাশেম মাসুদ, যুগ্ম সচিব খন্দকার মোক্তান হোসেন, আমিনুল ইসলাম।

ডিএসই’র প্রতিনিধি দলে ছিলেন, পরিচালক রুহুল আমিন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটওয়ারী, ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আল মাসুদ, সদস্য সৈয়দ আল আমীন রহমান, ওবায়দুল হাসান ও এহতেশামুল হক।

ডিএসই থেকে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত ২০১৩) এর অধ্যায় ১৫ পরিপালনে ডিএসইর তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতি সর্বদা সচেতন রয়েছে। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত ২০১৩) এর অধ্যায় ১৫ এর ধারা ২৩৪ মোতাবেক ডিএসই বিগত ২১ নভেম্বর ২০১৩ সালে এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী একটি লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত হয়েছে।  

একারণে গত ২০১৩-২০১৪ অর্থ বছর  থেকে এক্সচেঞ্জের মোট মুনাফার শতকরা ৫ শতাংশ শ্রমিক বা সুবিধাভোগীদের মধ্যে সমহারে বন্টন করে আসছে। এ আইনের ফলে ডিএসইর শ্রমিক বা সুবিধাভোগীদের জন্য যথাক্রমে কল্যাণ তহবিল এবং অংশগ্রহণ তহবিল স্থাপন করেছে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬ এর ধারা ১৪ এর অধীন স্থাপিত ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ তহবিলে প্রদেয় ২০১৩-২০১৪ এবং ২০১৪-২০১৫ অর্থ বছরের ১০ শতাংশ টাকা সংরক্ষিত রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।