ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক উত্থানে সপ্তাহ শেষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
সূচক উত্থানে সপ্তাহ শেষ

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারের লেনদেন হয়েছে। এদিন সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আইটি ও ব্যাংক খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দিন শেষে পুঁজিবাজারে ইতিবাচক ধরায় লেনদেন হয়েছে। আইটি খাতে তালিকাভুক্ত সাতটি কোম্পানিরই দাম বেড়েছে। অপরদিকে ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩০ কোম্পানির মধ্যে ২০ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শরু হয়ে চলে সোয়া ১১টা পর্যন্ত। এরপর শুরু হয় সূচকের ওঠানামা, যা অব্যাহত ছিলো দিনের লেনদেনের শেষ পর্যন্ত।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩১৮টি কোম্পানির ১০ কোটি ৬৬ লাখ ৮৪ হাজার ৬৬৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ৩১১ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩২৯ কোটি ১৩ লাখ টাকার।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫.২১ পয়েন্টে বেড়ে ৪ হাজার ৩৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।    
 
ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ২.৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ৪.২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১৫.৯৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৬ লাখ টাকার। আগের দিন ১৯ কোটি ৫৪ টাকার লেনেদেন হয়েছে।

লেনদেন হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত আছে ৪৩টির।
 
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।