ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বন্ড ছেড়ে ৪শ’ কোটি টাকা সংগ্রহ করবে স্ট্যান্ডার্ড ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
বন্ড ছেড়ে ৪শ’ কোটি টাকা সংগ্রহ করবে স্ট্যান্ডার্ড ব্যাংক

ঢাকা: বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৪শ’ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে পুঁজিবাজারে তলিকাভুক্ত ব্যাকিং খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। নন কনভারটেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে এ টাকা উত্তোলন করা হবে।

রোববার (১০ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ বন্ডের মেয়াদ হবে ৭ বছর। ব্যাংকটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পরেই বন্ডটি ইস্যু করা হবে বলে ডিএসইর ওয়েবসাইটে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।