ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

গ্রামীণফোনের অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
গ্রামীণফোনের অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

ঢাকা: শেয়ারহোল্ডারদের ৮৫ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১৮ জুলাই) ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্ধবছরে কোম্পানির  সব ধরনের কর বাদে ১০৭ শতাংশ মুনাফা হয়েছে। তাই গ্রামীণফোন তার শেয়ারহোল্ডারদের জন্য ৮৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ আগস্ট।

এদিকে এ ঘোষণার ফলে সোমবার সকাল থেকে শেয়ারের দামে কোনো লিমিট থাকবে না বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এমএফআই/ জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।