ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংক-বিমার পালে সুবাতাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
ব্যাংক-বিমার পালে সুবাতাস

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (১৭ জুলাই) পুঁজিবাজারে ব্যাংক ও বিমা খাতের শেয়ারে সুবাতাস লেগেছে। এর ফলে এদিন উভয় বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও বেড়েছে সূচক।

এর আগে দুই কার্যদিবস শনিবার ও রোববার  (১৬ ও ১৭ জুলাই) সূচকের উত্থান হয়েছে।
 
এ নিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তিন কার্যদিবস সূচক বাড়লো। আর দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লো টানা সাত কার্যদিবস।
 
এদিন ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ১টির। অন্যদিকে বিমা খাতে তালিকাভুক্ত ৪৭ কোম্পানির মধ্যে ৩৫টির দাম বেড়েছে, কমেছে ১০টির।

এদিন ঢাকার বাজারে সূচক বেড়েছে ১৩ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে বেড়েছে ২৪ পয়েন্ট।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে ৩২৪টি সিকিউরিটিজের ১৫ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৯৫০টি শেয়ারের হাতবদল হয়েছে। যা টাকার অংকে ৪৯৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছে ৩৭৪ কোটি ১৪ লাখ ১৯ হাজার টাকা।
 
তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২.৮৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ১.৬৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ৩.৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪ সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ২৪.১৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৯২ লাখ ৪৮ হাজার ৫৬৪ টাকা। আগের দিন লেনদেন হয়েছে ২৯ কোটি ৫৮ লাখ ২১ হাজার টাকা।

লেনদেন হওয়া ২৫৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।