ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বিআইএ বুনিয়াদি কোর্সের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
বিআইএ বুনিয়াদি কোর্সের উদ্বোধন

ঢাকা: জীবন বিমা সংক্রান্ত বুনিয়াদি কোর্সের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি বিমা কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বুধবার (২০ জুলাই) বিআইএ’র সভাকক্ষে নবম জীবন বিমা সংক্রান্ত বুনিয়াদি কোর্সের উদ্বোধন করেন।

১৭টি জীবন বিমা কোম্পানির ৩৩ জন অফিসার এ কোর্সে অংশগ্রহণ করেন।

এ সময় বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার, ডেপুটি সেক্রেটারি এনামুল হক খান এবং জনসংযোগ কর্মকর্তা মো. হাবিবুর রহমানসহ বিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
এমএফআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।