ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের মিশ্র প্রবণতায় সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
সূচকের মিশ্র প্রবণতায় সপ্তাহ পার

ঢাকা: সূচকের মিশ্র প্রবণতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (জুলাই ২১) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে।

এদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও শেষ হয়েছে সূচক পতন দিয়ে।

ফলে দিন শেষে ঢাকার বাজারে সূচক কমেছে সামান্য। তবে বেড়েছে চট্টগ্রামের স্টক একচেঞ্জে (সিএসই)।

ঢাকার বাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন। তবে উভয় বাজারে কমেছে বেশির ভাগ শেয়ারের দাম।

সব মিলিয়ে চলতি সপ্তাহের মোট ৬ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে ডিএসইতে  তিনদিন সূচক বেড়েছে, আর কমেছেও তিনদিন। তবে চট্টগ্রামের বাজারে চিত্রটা একটু ব্যতিক্রম ছিলো।

বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩২৪টি সিকিউরিটিজের মোট ১০ কোটি ১০ লাখ ৭৬ হাজার ৮৮৭টি শেয়ারের হাতবদল হয়েছে। যা টাকার অংকে ৪০৭ কোটি ৭৭ লাখ ৩ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৩৪ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ০.৭৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ০.৪৬ পয়েন্ট কমে ১ হাজার ৭৭৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১.৫৬ পয়েন্ট কমে ১ হাজার ১১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

 এদিন লেনদেন হওয়া ৩২৪টি সিকিউরিটিজের মধ্যে মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।  

বৃহস্পতিবার লেনদেনের ভিত্তিতে ডিএসইতে শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম লি, বেক্সিমকো ফার্মা, এমজেএল বিডি, অ্যাকমি ল্যাব, শাহজীবাজার পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি, স্কয়ার ফার্মা, ব্রাক ব্যাংক ও ডেল্টা ব্র্যাক হাউজিং।  

দাম বাড়ার শীর্ষে থাকা দশ কোম্পানির হলো-ওয়াটা কেমিক্যাল, ইস্টার্ন কেবলস, ন্যাশনাল টিউবস, রেনউইক জগেশ্বর, এফবিএফআইএফ, এমবি ফার্মা, ফিনিক্স ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, মিরাকেল ইন্ডাস্ট্রিজ ও উসমানিয়া গ্লাস।

দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএসইএক্স আগের দিনের চেয়ে ১১.৭৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫২৮ পয়েন্ট দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৭০ কোটি ৪১ লাখ টাকা।  

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১১৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।