ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে বেড়েছে সূচক ও শেয়ারের মূল্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে বেড়েছে সূচক ও শেয়ারের মূল্য

ঢাকা: মূল্য সংশোধনের একদিন পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (২৬ সেপ্টেম্বর) ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন উভয় বাজারে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

পাশাপাশি বেড়েছে বাজার মূলধন। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

আগের কার্যদিবসের মতোই দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৫০ পয়েন্ট।  

সোমবার ডিএসইতে মোট ৩২২টি কোম্পানির ১৯ কোটি ৯৩ লাখ ৭৬ হাজার ২৬৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৫৫২ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৭৬ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার টাকার।  

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৩.৯৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২.৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭১.৪৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১.৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২২.৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৯.৮৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৭৫.৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৬৩ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৪ কোটি টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ৭০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।