ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বেড়েছে সূচক, কমেছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
বেড়েছে সূচক, কমেছে লেনদেন

ঢাকা: পবিত্র আশুরা ও পূজা উপলক্ষে দু‘দিন পুঁজিবাজার বন্ধ থাকার পরদিন বৃহস্পতিবার (অক্টোবর ১৩) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। ফলে টানা দুই কার্যদিবস সূচক পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস পুঁজিবাজারে উত্থান হয়েছে।


 
দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১২পয়েন্ট। পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধনের পরিমাণ। তবে কমেছে লেনদেন।
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৪ পয়েন্ট বাড়লেও কমেছে লেনদেন, বেশির ভাগ শেয়ারের দাম।
 
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২২ কোম্পানির ১২ কোটি ৪ লাখ ৬৫ হাজার ৪৩৭টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৪০৭ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪৮ কোটি ৬১ লাখ ৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫৯ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা।
 
এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১.৯৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০১.৩১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৭.৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৭.৫৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১.৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৩.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার।
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৪.১৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৯৭.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৯৮২ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৬ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৫৯৭ টাকার।
 
সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১০০টির অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
এমএফআই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।