ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতনে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
সূচক পতনে সপ্তাহ শুরু

ঢাকা: সূচক পতনের মধ্য দিয়ে নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের উভয় বাজারে লেনদেন হয়েছে। গত সপ্তাহের শেষ দুই কার্যদিবসের পর এনিয়ে টানা তিন কার্যদিবস দেশের উভয় বাজারে সূচক পতন হলো।

রোববার (৩০ অক্টোবর) দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬২ পয়েন্ট। পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ১২ কোটি ৮৭ লাখ ৩৫ হাজার ৫৩০টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে ৪৫৭ কোটি ১৬ লাখ ৬১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬০৫ কোটি ৯২ লাখ ৯৬ লাখ টাকার।  

ডিএসই’র তিনটি সূচকের মধ্যে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩১.১৪ পয়েন্ট কমে চার হাজার ৬০৫.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসই-৩০ মূল্যসূচক ১৬.৪৯ পয়েন্ট কমে ১ হাজার ৭৩৪.৯৪ পয়েন্ট এবং ডিএসইএ শরীয়াহ্ সূচক ৯.২২ পয়েন্ট কমে ১ হাজার ১০০.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬২.১৬ পয়েন্ট কমে ৮ হাজার ৬১৩.২১ পয়েন্টে দাঁড়িয়েছে।  

সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮ লাখ ২০ হাজার ৫৯৭ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯ কোটি ২০ লাখ ১৯ হাজার ৯৯৫ টাকার। সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১৪৯টির, অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।