ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা দুই কার্যদিবস সূচক বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
টানা দুই কার্যদিবস সূচক বাড়লো

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০২ নভেম্বর) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৪৭ পয়েন্ট।

ফলে টানা পাঁচ কার্যদিবস পর টানা দুই কার্যদিবস সূচক বাড়লো। তার আগের পাঁচ কার্যদিবস (২৫ অক্টোবর-৩১ অক্টোবর পর্যন্ত) উভয় বাজারে দরপতন হয়েছে।

বুধবার সূচকের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম, বেড়েছে বাজার মূলধনও। একই ধারা অব্যাহত ছিলো চট্টগ্রামের বাজারেও।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ১৩ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ২২৭টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে ৪৫৭ কোটি ৪ লাখ ৪৮ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭৬ কোটি ৯৯ লাখ ৭ হাজার টাকা।  

ডিএসই’র তিনটি সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৬.৩২ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৩৩.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসই-৩০ মূল্যসূচক ৮.৮৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩৯.৯১ পয়েন্ট এবং ডিএসইএ শরীয়াহ্ সূচক ৫.৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৮.০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৭.৫৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৫৫.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।  

সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৪ লাখ ১২ হাজার ৫০৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৬ কোটি ৫৪ লাখ ৭০ হাজার ৯৮২ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার ৬৭০ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ৫৭টির, অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।