ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসই সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসই সূচক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ ডিসেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪১ পয়েন্টে।

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ ডিসেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪১ পয়েন্টে।

এর ফলে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে ডিএসই সূচক। এর আগে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর ডিএসইর সূচক ছিলো ৪ হাজার ৯৫৬ পয়েন্ট।
 
এদিন ডিএসইর পাশাপাশি অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।  

সূচকের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও।

ডিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইতে মোট ৩৫ কোটি ৮৪ হাজার ১৯৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ১ হাজার ১২০ কোটি ১৫ লাখ ৫৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৭৫ কোটি ১ লাখ ৬৭ হাজার টাকা।
 
তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩ দশমিক ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে ডিএস-৩০ সূচক ৬ দশমিক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৭৯৬ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২ দশমিক ২১ পয়েন্ট কমে ১ হাজার ১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৭ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৫২ কোটি ৫৭ লাখ ৮১ হাজার টাকা। এদিন লেনদেন হওয়া ২৬০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১১১টির এবং ২৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।