ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

জিডিপিতে পুঁজিবাজারের অবদান হবে ৫০ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
জিডিপিতে পুঁজিবাজারের অবদান হবে ৫০ শতাংশ

ঢাকা: বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫০ শতাংশ পুঁজিবাজার অবদান রাখবে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এ এম মাজেদুর রহমান।

তার মতে, ৭ শতাংশ জিডিপিতে বর্তমানে পুঁজিবাজারে অবদান ২০ শতাংশ। আগামী তিন বছর পর এ অবদান বেড়ে হবে ৫০ শতাংশ।

এই লক্ষ্যে ডিএসই কাজ করছে।

রোববার (০৮ জানুয়ারি) ডিএসইতে ‘উন্নয়ন মেলা-২০১৭’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনার ব্যাখ্যায় সাংবাদিকের মাজেদুর রহমান বলেন, বর্তমানে দেশের জিডিপির প্রবৃদ্ধির হার ৭ শতাংশের কিছু বেশি। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে আমাদের দেশের জিডিপি ৮-৯ শতাংশে বৃদ্ধি করতে হবে। সরকারের এ লক্ষ্যকে সামনে রেখেই ডিএসইর পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পুঁজিবাজার জিডিপির কোথাও ৭০ শতাংশ, কোথাও ৮০ শতাংশ, কোথাও ১০০ শতাংশ, কোথাও ১২০ শতাংশের মতো অবদান রাখছে। ৪০০ শতাংশ আছে হংকংয়ে। ’

আমরা এ লক্ষ্যে পৌঁছাতে পুঁজিবাজারে বেশকিছু ভালো কোম্পানি নিয়ে আসার চেষ্টা করবো। যেমন- বিদেশি কিছু কোম্পানি আছে, বহুজাতিক কোম্পানি আছে, আমাদের লোকাল কর্পোরেট আছে। সেই কোম্পানিগুলো যখন আসবে, তখন জিডিপিতে আমাদের পুঁজিবাজারের অবদান ৫০ শতাংশ হবে আমার দৃঢ় বিশ্বাস।

জিডিপিতে পুঁজিবাজারে অবদান বাড়বে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বলেন, বাজারের যেসব ইন্ডিকেটর আমরা দেখতে পারছি, সেগুলো পুঁজিবাজারের দিকে বিনিয়োগেরই ইঙ্গিত করে।

তিনি বলেন, বাজার মূলধন বাড়লে এটা অটোমেটিক বাড়বে। বাজার মূলধন বাড়াবে কারণ পাবলিক আসবে, বিনিয়োগকারীরা ক্রিয়েট (সৃষ্টি) হয়েছে। নতুন নতুন কোম্পানি আসবে, পাইপ লাইনে অনেক কোম্পানি আছে। ’

সাইফুর রহমান বলেন, স্বচ্ছতার জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে সংস্কার আনা হয়েছে। যদি কোনো কোম্পানি এক টাকা প্রিমিয়ামেও আসতে চায়, তাহলে বুক বিল্ডিং পদ্ধতিতে আসতে হবে। আরও অনেক সংস্কার করেছি। আইন-কানুন অনেক শক্ত করেছি। এছাড়া মানি মার্কেটের সুদের হার এখন অনেক লো আছে। সুদের হারসহ সবগুলো ইন্ডিকেটর অনেক কম আছে। এসবের ওপর ভিত্তি করেই অনুমান করেই বলা যায় জিডিপিতে পুঁজিবাজারে অবদান বাড়বে।
 
একইসঙ্গে গত ৫ বছরের পুঁজিবাজারে আইনের ব্যাপক সংস্কার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাজারে কারসাজি চক্রকে ধরতে অত্যাধুনিক সার্ভিল্যান্স সফটওয়্যার নেওয়া হয়েছে। এখন ম্যানুপোলেশন করে পার পাওয়ার খুব কম সুযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি আহমেদ রশিদ লালী, বাংলাদেশ মাচেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ঢাকার প্রধান গোলাম ফারুক, অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডের প্রতিনিধি আসাদুল ইসলাম রিপন এবং সেন্ট্রাল ডিপজিটরি অব বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধি।   

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।