ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে শেয়ার হাওলার সর্বোচ্চ ইতিহাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
ডিএসইতে শেয়ার হাওলার সর্বোচ্চ ইতিহাস

ঢাকা: ঊর্ধ্বমুখী বাজারে একের পর এক ইতিহাস গড়ছে পুঁজিবাজার। এর ফলে সূচক ও লেনদেনের পর নতুন করে আবারও সর্বোচ্চ সংখ্যক শেয়ারের হাওলার (শেয়ারের হাত বদল) ইতিহাস গড়লো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
 

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জানুয়ারি) ৬৭ কোটি ২৯ লাখ ৬৬ হাজার ৬৬৮টি শেয়ার হাত বদলের মাধ্যমে নতুন এই রেকর্ড গড়লো ডিএসই। এর আগে গত ১১ জানুয়ারি ডিএসইতে ৫৭ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৭৩টি শেয়ারের হাত বদল হয়েছিল।

ওই দিনের রেকর্ড অতিক্রম করে সোমবার। যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক শেয়ার হাত বদলের রেকর্ড।
 
ডিএসইর তথ্য মতে, সোমবার ডিএসইতে ৬৭ কোটি ২৯ লাখ ৬৬ হাজার ৬৮৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ ১ হাজার ৮৫৬ কোটি ৫২ লাখ ৫ হাজার টাকা।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৬ দশমিক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৭ পয়েন্টে। লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৭০টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার।
 
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো, বেক্সিমকো, বারাক পাওয়ার, লংকাবাংলা,  ন্যাশনাল ব্যাংক ইফাদ অটোস, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, অ্যাপোলো ইস্পাত, সি অ্যান্ড এ টেক্সটাইল এবং সেন্ট্রাল ফার্মা কোম্পানি।
 
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১০৬ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
সিএসইতে লেনদেন হয়েছে, ১০৫ কোটি ৪০ লাখ ১২ হাজার টাকা। লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১২১টির এবং ১৯ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এমএফআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।