ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সপ্তাহের শেষ কার্যদিবসে কমলো সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
সপ্তাহের শেষ কার্যদিবসে কমলো সূচক

ঢাকা: একদিন পর দিনভর সূচক পতনের মধ্যদিয়ে আবারো সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১০৮ পয়েন্ট আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ২১২ পয়েন্ট।

সূচকে পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর আগের দিন বুধবার (০১ ফেব্রুয়ারি) ডিএসইতে সূচক বেড়েছিলো ৫ পয়েন্ট আর চট্টগ্রামের বাজারে বেড়েছে ৩ পয়েন্ট। তবে তার আগে টানা চার কার্যদিবস সূচকের উত্থান হয়েছিলো।

ডিএসই’র তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ২২ কোটি ৮০ লাখ ৬৫ হাজার ৪৯৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। যা টাকার অংকে লেনদেনের পরিমাণ ৭৪৫ কোটি ৯৯ লাখ ২ হাজার টাকা। এর আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিলো ৮৮২ কোটি ৫৫ লাখ ৭৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৫৬ কোটি ৭২ লাখ ২১ হাজার টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১০৮দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ৩৬ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৫৩ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১৭ দশমিক ৯৭ পয়েন্ট কমে ১ হাজার ২৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ২৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ কোম্পানির শেয়ার।
অপর বাজার সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২১২ দশমিক ৭১ পয়েন্ট কমে ১০ হাজার ৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ বাজারে লেনদেন হয়েছে ৪৫ কোটি ২৭ লাখ ৫১ হাজার ৯০৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫০কোটি ৮১ লাখ টাকা। তার আগে লেনদেন হয়েছিলো ৪৯ কোটি ৫৮ লাখ ২৫ হাজার ৮৬৭ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ২০৪টির এবং ৬ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এমএফআই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।