ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা চার কার্যদিবসের পর সূচকের উত্থান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
টানা চার কার্যদিবসের পর সূচকের উত্থান

ঢাকা: টানা চার কার্যদিবস সূচক পতনের পর সপ্তাহের  তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩জুন) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম এবং বাজার মূলধন।

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় মঙ্গলবার দিনের লেনদেন শুরু হয়ে চলে সকাল পৌনে ১১টা পর্যন্ত। এরপর শেয়ার কেনার চেয়ে বিক্রির চাহিদা বেশি থাকায়  সূচক ওঠানামার মধ্যদিয়ে দিনের লেনদেন শেষ হয়।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২০ পয়েন্ট।

এর আগে গত বুধবার থেকে সোমবার পর্যন্ত টানা চার কার্যদিবসে উভয় বাজারে সূচকের পতন হয়েছে। সব মিলিয়ে ডিএসইতে টানা চার কার্য দিবস সূচক হ্রাস পেয়েছে ৫০ পয়েন্ট। তবে তার আগে টানা ছয় কার্যদিবস সূচকের উত্থান হয়েছিলো।

মঙ্গলবার ডিএসইতে ১২ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৯৪৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪০০ কোটি ৭০ লাখ ১৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭০ কোটি ৩১ লাখ ১৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৬৯ কোটি ১ লাখ ২৫ হাজার টাকার।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১ দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ২৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২০ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৪১পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৫ লাখ ৫১ হাজার ১৯৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪০ কোটি ২৫ লাখ ১৫ হাজার ১৫২ টাকা। এবং তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৪ কোটি ২০ লাখ ১৪ হাজার ৭০৬ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৯৫টির। ৩৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।