ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে বেড়েছে সূচক ও লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
ডিএসইতে বেড়েছে সূচক ও লেনদেন

ঢাকা: আগের কার্যদিবসের মতোই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ জুন) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন, বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম এবং বাজার মূলধন।

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় বুধবার দিনের লেনদেন শুরু হয়ে চলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। এরপর শেয়ার কেনার চেয়ে বিক্রির চাহিদা বেশি থাকায় সূচক বেড়ে দিনের লেনদেন শেষ হয়।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক অপরিবর্তিত রয়েছে।

এর ফলে টানা দুই কার্যিদবস সূচক বাড়লো। তবে তার আগে টানা চার কার্যদিবস দরপতন হয়েছে। কিন্তু তার আগে টানা ছয় কার্যদিবস সূচকের উত্থান হয়েছিলো।

ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে ১৫ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৮৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫৪৭ কোটি ২৫ লাখ ৯৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪০০ কোটি ৭০ লাখ ১৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭০ কোটি ৩১ লাখ ১৫ হাজার টাকা।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ০ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০ দশমিক ৮০ পয়েন্ট কমে ১ হাজার ২৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে০ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৪১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৩ লাখ ৪ হাজার ৫০৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৬ কোটি ৯৫ লাখ ৫১ হাজার ১৯৪ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪০ কোটি ২৫ লাখ ১৫ হাজার ১৫২ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছে ২৪ কোটি ২০ লাখ ১৪ হাজার ৭০৬ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২২টি, কমেছে ৮১টি এবং ৩৫টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

 বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
এমএফআই/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।