ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিটের আইপিওর অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিটের আইপিওর অনুমোদন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের লোগো ও আইপিও

ঢাকা: ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেলো নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

বৃহস্পতিবার (২৭ জুলাই) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থ‍া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৮তম সভায়  কোম্পানিটিকে এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নাহি অ্যালুমিনিয়াম কোম্পানিটি  ১০ টাক‍া দামে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত টাকা কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও আইপিওতে ব্যবহার করবে।

২০১৪ সালে ব্যবসায় শুরু করা কোম্পনিটি উত্তোলিত টাক‍ার মধ্যে ৪ কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ, ৮ কোটি ৭৮ লাখ টাকা দিয়ে প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয়, ১ কোটি টাকা দিয়ে ভবন নির্মাণ ও বাকি টাকা আইপিওতে ব্যবহার করবে।

কোম্পানিটি সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে ৪০ কোটি ৮ লাখ টাকার পণ্য বিক্রয় করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির ব্যয় শেষে ৫ কোটি ১৫ লাখ টাকা মুনাফা হয়েছে। যা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হিসাবে ২ দশমিক ৩৩ টাকা। এর আগে ২০১৩-১৪ অর্থবছরের ৪ মাসে ২৭ লাখ বা শেয়ারপ্রতি ০ দশমিক ৫৪ টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে ৩ কোটি ৭৭ লাখ বা শেয়ারপ্রতি ৩ দশমিক ৭৭ টাকা মুনাফা হয়।

২০১৬ সালের ৩০ জুনে কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ কোটি টাকা। আর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ১২ দশমিক ৭৮ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছেন বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
এমএফআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।