ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা দুই কার্যদিবস বেড়েছে সূচক ও লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
টানা দুই কার্যদিবস বেড়েছে সূচক ও লেনদেন

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০১ আগস্ট) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন, বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম এবং বাজার মূলধন। এ নিয়ে টানা দুই কার্যদিবস সূচক বাড়লো। 

এর আগে বৃহস্পতি ও রোববার সূচক পতন হয়। তার আগে টানা তিনদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের উভয় বাজারে লেনদেন হয়।


 
দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৫ দশমিক ৬১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৪৭ পয়েন্ট।
 
এদিনও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে টানা দুই কার্যদিবস পুঁজিবাজারে উত্থান হয়েছে।
 
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ৪২ কোটি ৯৭ লাখ ৩৫ হাজার ৯১৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ২৩৭ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৬৬ কোটি ১৩ লাখ ৫১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৬০১ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৭১২ কোটি ৯৬ লাখ ২৫ হাজার টাকা।
 
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৫ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৬ দশমিক ৫৫ পয়েন্ট কমে ২ হাজার ১৩৬ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭১টি, কমেছে ১২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৭ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ০৭ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ৪৮ লাখ ২১ হাজার ২৯০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯০ কোটি ৮১ লাখ ১৬ হাজার ৫৬০ টাকার। তার আগের দিন লেনদেন হয় ৩৬ কোটি ৩৪ লাখ ২৭ হাজার ৮০৫ টাকার।  
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৬টি, কমেছে ৭৭টি এবং ৩২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এমএফআই/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।