ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে পৌনে ৩ লাখ বিও বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
পুঁজিবাজারে পৌনে ৩ লাখ বিও বন্ধ

ঢাকা: জুলাই মাসে পুঁজিবাজারে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট (বিও হিসাব) বন্ধ হয়েছে পৌনে ৩ লাখ।

ইলেক্ট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্ধ হওয়া ‍এসব বিও হিসাবের মধ্যে নতুন বছরের জন্য নবায়ন ফি না দেওয়া ১ লাখ ৩২ হাজার ২৩৯টি বিও হিসাব রয়েছে।

বাকি বিওগুলো বন্ধ হয়েছে বিভিন্ন কারণে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন সিডিবিএল’র কর্মকর্তা শুভ্রকান্তি চৌধুরী। তিনি বলেন, প্রতি বছরের মতো গত ৩০ জুন বিও হিসাবগুলো নবায়নের শেষ সময় ছিলো। তা না করায় বেশ কিছু বিও বন্ধ করা হয়েছে।

তিনি আরো বলেন, তবে যেসব বিও হিসাবে শেয়ার থাকবে সেগুলো সাসপেন্ড (স্থগিত) করা হয়েছে। তারা নবায়ন ফি দিয়ে বিও হিসাবটি সচল করতে পারবেন।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।