ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্যসংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
পুঁজিবাজারে মূল্যসংশোধন

ঢাকা: টানা তিন কার্যদিবস উত্থানের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৩ আগস্ট) দেশের পুঁজিবাজারে মূল্যসংশোধন লেনদেন হয়েছে। পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। 

এর ফলে টানা তিন (সোম, মঙ্গল ও বুধবার) কার্যদিবস দেশের উভয় বাজারে সূচক বেড়েছে। তবে তার আগে দুই কার্যদিবসে সূচকের পতন হয়েছিলো।

সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যদিয়ে বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন শুরু হয়ে চলে সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। তারপর শুরু হয় সূচকের ওঠানামা যা দিনের বাকি লেনদেন পর্যন্ত অব্যাহত ছিলো।  

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১০ দশমিক ৭১ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ২৪ পয়েন্ট।  

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৪২ কোটি ২৪ লাখ ৬১ হাজার ২৮৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৭৭ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২৩৮ কোটি ৭৪ লাখ ২৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২৩৭ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৬৬ কোটি ১৩ লাখ ৫১ হাজার টাকার। তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০ দশমিক ৭১ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৮ দশমিক ৫৪ পয়েন্ট কমে ২ হাজার ১২৩ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৩ দশমিক ৫২পয়েন্ট কমে ১ হাজার ৩১১ পয়েন্টে দাঁড়িয়েছে।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৭টি, কমেছে ১৬৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৪ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১১ হাজার ১৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ২১১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৯ কোটি ১৩ লাখ ৫৯ হাজার ১৪২ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬২ কোটি ৪৮ লাখ ২১ হাজার ২৯০ টাকার। তারও আগের ৯০ কোটি ৮১ লাখ ১৬ হাজার ৫৬০ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০০টি, কমেছে ১৩৫টি এবং ২৩টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এমএফআই/এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।