ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
সূচক উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ঢাকা: নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৬ আগস্ট) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৭ দশমিক ১৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৫২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে কমেছে লেনদেন।

এর আগের কার্যদিবস বৃহস্পতিবার (০৩ আগস্ট) উভয় বাজারে দরপতন হয়েছিলো। তবে তার আগের টানা তিন কার্যদিবস বাজারে উত্থান হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ব্যাংক ও বিমা খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এ দুই খাতের ৭৭টি কোম্পানির মধ্যে ১৩টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর মধ্যে ব্যাংক খাতের ৪টি, বিমা খাতের ৯টি।  

এ দুই খাতের শেয়ারের দাম বাড়ায় সপ্তাহের প্রথম কার্যদিবস উভয় বাজারে সূচকের উত্থান হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, সবশেষ প্রান্তিকে ব্যাংক ও বিমা খাতের বেশিরভাগ কোম্পানির ভালো মুনাফা হয়েছে। এ কারণে বিনিয়োগকারীরা ব্যাংক ও বিমা খাতের কোম্পানির শেয়ারের প্রতি ঝুঁকছেন। ফলে লেনদেন ও সূচক দুটোই বাড়ছে।
ডিএসইর তথ্য মতে, রোববার ডিএসইতে ৩৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ৭৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৯১৩ কোটি ৩২ লাখ ২ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ১ হাজার ৭৭ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২৩৮ কোটি ৭৪ লাখ ২৩ হাজার টাকার।  

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৭ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৬ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩০ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫২ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করছে।  

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৬৭৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ২১১ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৬৯ কোটি ১৩ লাখ ৫৯ হাজার ১৪২ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১০৬টি এবং ২৬টি অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।