ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

তিন কার্যদিবস পর বেড়েছে সূচক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
তিন কার্যদিবস পর বেড়েছে সূচক 

ঢাকা: টানা তিন কার্যদিবস সূচক পতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ আগস্ট) দেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

সোমবার দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৪ পয়েন্ট।  

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৫০ পয়েন্ট।

এর আগে টানা তিন কার্যদিবস বুধ, বৃহস্পতি এবং রোববার উভয় বাজারে সূচক পতন হয়েছে।
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক ও আর্থিক খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ কমেছে।
 
ডিএসইর তথ্যমতে, সোমবার ডিএসইতে ২৪ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ৪শ’৭৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭শ’৫৮ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭শ’৬৮ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮৩২ কোটি ১২ লাখ ৪৬ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছে ৮শ’৩৬ কোটি ৩৭ লাখ ৮২ হাজার টাকা।  

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৪ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮শ’৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।  

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ০ দশমিক ৯১ পয়েন্টে কমে ২ হাজার ৯৭ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১ দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৩০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫০ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯শ’৭৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার ৯৯০টাকা। এর আগের দিন লেনদনে হয়েছিলো ৩৭ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৯শ’৮৭ টাকা। তার আগের কার্যদিবস ৪৬ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ২৫৬ টাকা।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ৯৭ টিএবং ২৫৬টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এমএফআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।