ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ার বিক্রি করলেন ৩ উদ্যোক্তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
শেয়ার বিক্রি করলেন ৩ উদ্যোক্তা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক খাতের তিন কোম্পানির দুই উদ্যোক্তা এবং এক উদ্যোক্তা পরিচালক ১২ লাখ ৬৮ হাজার ৯২৮টি শেয়ার বিক্রি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামী ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল্লাহ, সিটি ব্যাংকের উদ্যোক্তা সৈয়দা শায়রীন আজিজ এবং আর্থিক খাতের কোম্পানির প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনেন্সের উদ্যোক্তা- পরিচালক নাজিফা কে চৌধুরী শেয়ার বিক্রি করেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা নিজ নিজ কোম্পানির এই শেয়ার বিক্রি করেছেন।


 
এর মধ্যে ইসলামী ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল্লাহ তার হাতে থাকা ব্যাংকটির ৬৮ হাজার ৬৪২টি শেয়ার বর্তমান বাজার দামে বিক্রি করেছেন। এছাড়াও সিটি ব্যাংকের উদ্যোক্তা সৈয়দা শায়রীন আজিজ ৮ লাখ ৮০ হাজার ৭৮২টি এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনেন্সের উদ্যোক্তা-পরিচালক নাজিফা কে চৌধুরী ৩ লাখ ১৯ হাজার ৫০২টি শেয়ার বিক্রি করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
এমএফআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।