ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক বেড়েছে, কমেছে সিএসইতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
ডিএসইতে সূচক বেড়েছে, কমেছে সিএসইতে

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বেড়েছে। এ বাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে দেশের অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে সূচক। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।


 
মঙ্গলবার দিনভর সূচক ওঠানামা শেষে ডিএসইতে সূচক বেড়েছে ১ পয়েন্ট। তবে এর আগের দিন ডিএসইতে সূচক কমেছিলো। অন্যদিকে সিএসইতে সূচক কমেছে ১০ পয়েন্ট। তবে তার আগে টানা চার কার্যদিবস সূচক বেড়েছিলো।
 
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ৫৩ কোটি ২৬ লাখ ৯৩ হাজার ৬৩২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৫০৮ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৫২৫ কোটি টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২০৮ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকার।  

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস-৩০ মূল্য সূচক ৩ দশমিক ৪০ পয়েন্টে কমে ২ হাজার ২১৪ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৫ দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১১ হাজার ৭০৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ১ লাখ ৭২ হাজার ৭৭২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮ কোটি ৩৯ লাখ ৭০ হাজার ৮০৭ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১৮৪ কোটি ১৭ লাখ ৮৮ হাজার ৩৯৮ টাকা।  

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।