ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে বড় দরপতনের নেপথ্যে ব্যাংক খাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
পুঁজিবাজারে বড় দরপতনের নেপথ্যে ব্যাংক খাত

ঢাকা: ব্যাংক খাতের শেয়ারের দাম কমায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৯ অক্টোবর) দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। দিনভর সূচক পতন শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৭৬ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৩২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। এর ফলে টানা চার কার্যদিবস পর ডিএসইতে সূচক কমলো।

আর সিএসইতে সূচকের পতন হলো টানা দুই কার্যদিবস।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বাজারে তালিকাভুক্ত ত্রিশটি ব্যাংকের মধ্যে কেবল দাম বেড়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের আর দাম কমেছে বাকি ২৭টি ব্যাংকের শেয়ারে। ব্যাংক খাতের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, বিমাসহ বেশির ভাগ খাতের কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে বাজারে দরপতন হয়েছে বলে মনে করেন

বাজার সংশ্লিষ্টরা। বাজারের সার্বিক বিষয়ে ডিএসইর পরিচালক ও সাবেক সভাপতি শাকিল রিজভী বাংলানিউজকে বলেন, কিছু ব্যাংক বিনিয়োগ সীমার বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করেছে। এ কারণে বাংলাদেশ ব্যাংক জরিমানাও করেছে। ফলে ব্যাংকের শেয়ারে

নেচিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি টানা চার কার্যদিবস দাম বাড়ার পর বাজারে মূল্য সংশোধন হচ্ছে। তবে দু-একদিনের মধ্যে ভাল হবে।

বাংলাদেশ ব্যাংকে সূত্রমতে, আইন ভেঙ্গে পুঁজিবাজারে নির্ধারিত সীমার বেশি বিনিয়োগ করায় ৭ ব্যাংককে ১০ লাখ টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন অনুসারে, একটি ব্যাংক তার রেগুলেটরি মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। রেগুলেটরি মূলধনের মধ্যে রয়েছে- পরিশোধিত মূলধন, প্রিমিয়াম, বিধিবদ্ধ সঞ্চিতি ও অবণ্টিত মুনাফা। কিন্তু সেই নিয়ম ভঙ্গ করায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ২১টি ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নেয়। এর মধ্যে ৭টি ব্যাংকে অনিয়ম পাওয়া যায়।

সেগুলোকে জরিমানা করা হয়েছে। আরও ৮ ব্যাংকের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। তবে তদন্তে কি পাওয়া গেছে তা জানায়নি সূত্র।  এছাড়াও ৬টি ব্যাংকের বিনিয়োগ বিষয়ে এখনো তদন্ত চলছে।

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ৩১ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৪৬৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৯৬৭ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৫৪ কোটি ২৪ লাখ ৭৫ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭৬ দশমিক ৬০ পয়েন্ট কমে ৬ হাজার ২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১৫ দশমিক ৪৮ পয়েন্টে কমে ২ হাজার ১৯৯ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৫ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৩২ পয়েন্ট কমে ১১ হাজার ৫২৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ১০ লাখ ৬০ হাজার ৬৪০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫০ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ৮৮৮ টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ০৯,২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।