ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে বড় উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
সূচকে বড় উত্থান

ঢাকা: সূচকের বড় ধরনের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০১ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১২১ পয়েন্ট।

 

এর ফলে উভয় বাজারে টানা তিন কার্যদিবস সূচক বাড়লো। তবে তার আগের দিন রোববার (২৯ অক্টোবর) সূচক পতন হয়েছিলো।

বুধবার ব্যাংক, বিমা এবং আর্থিক খাতসহ বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ডিএসইর তথ্য মতে, বুধবার বাজারে ১৯ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৫৪৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৬৩ কোটি ৭৪ লাখ ২৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩৭ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৫০৯ কোটি ৬৩ লাখ ২৭ হাজার টাকার।
 
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫২ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২০ দশমিক ৯৬ পয়েন্টে বেড়ে ২ হাজার ১৮৮ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ সূচক ৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১০টির, কমেছে ৭৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১২১ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৯২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন বাজারে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৩৪৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৫ কোটি ৭৪ লাখ ৫১ হাজার ৭২ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ২৯ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৬৯৫ টাকার।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।