ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতনে সপ্তাহ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
সূচক পতনে সপ্তাহ শুরু

ঢাকা: সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের নিন্মমুখী প্রবণতা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৬ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৫২ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে টানা চার কার্যদিবস সূচক পতন হলো।

এদিন ব্যাংক, বিমা, আর্থিক খাতসহ প্রায় খাতের শেয়ারের দাম কমেছে। ফলে বাজারে সূচক পতন হয়েছে। বাজারে এই অবস্থানকে মূল্যসংশোধন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, উত্থানের পর সূচক পতন পুঁজিবাজারের স্বাভাবিক প্রক্রিয়া। এতে বিচলিত হওয়ার কিছু নেই।

ডিএসইর তথ্য মতে, রোববার বাজারে ১৪ কোটি ৯৭ লাখ ৬ হাজার ৫১৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫৩৮ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭৫ কোটি ৯২ লাখ ৪২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৬৩ কোটি ৭৪ লাখ ২৩ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩৭ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার টাকার।
 
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৬ দশমিক ০৩ পয়েন্ট কমে ৬ হাজার ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৩ দশমিক ০৯ পয়েন্টে কমে ২ হাজার ১৯৮ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ সূচক ৪ দশমিক ৬৭ পয়েন্ট  কমে ১ হাজার ৩২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ২০৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫২ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১১ হাজার ৩৮৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন বাজারে লেনদেন হয়েছে ২৯ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার ৪৬৯ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ৭৪৯ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৪ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৩৪৪ টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৬৫ কোটি ৭৪ লাখ ৫১ হাজার ৭২ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
এমএফআই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।