ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক বাড়লো টানা দু’দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
সূচক বাড়লো টানা দু’দিন

ঢাকা: সোমবারের মত সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ নভেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৫৯ পয়েন্ট।

দিনভর সূচকের ওঠানামা শেষে মঙ্গলবার (০৭ নভেম্বর) ডিএসইতে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বাজার মূলধন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে একদিন (বোরবার) সূচক পতনের পর টানা দুই কার্যদিবস সূচক বাড়লো।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংক ও আর্থিক খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ইতিবাচক প্রবণতায় পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে।

এদিন বাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১টি ব্যাংকের শেয়ারের দাম। অন্যদিকে আর্থিক খাতে তালিকাভুক্ত ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ৭টির আর অপরিবর্তত রয়েছে ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারে ২০ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৪৪ কোটি ৫০ লাখ ৩৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৬৭১ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩৮ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার টাকার।  
 
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১০ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ সূচক ২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৭২টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫৯ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৬৪ লাখ ৯২ হাজার ৫২৬ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৯৭৮ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার ৪৬৯ টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১২৮ এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।