ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা দুই কার্যদিবস পর বাড়লো সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
টানা দুই কার্যদিবস পর বাড়লো সূচক

ঢাকা: টানা দুই কার্যদিবস সূচক পতনের পর সপ্তাহের চতৃর্থ কার্যদিবস বুধবার (২৯ নভেম্বর) দেশের পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমূখী ধারা ধরে রেখে শেষ হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টকএক্সচেঞ্জে সূচক বেড়েছে ৫ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২ পয়েন্ট। এর ফলে টানা দুই কার্যদিবস পতনের পর সূচক বাড়লো।

তবে তার আগের টানা তিন কার্যদিবস সূচক বেড়েছিলো।

এদিন গ্রামীণফোনসহ বেশ কিছু বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচক বেড়েছে।

ডিএসই’র তথ্য মতে, বুধবার বাজারে ১৯ কোটি ৩৩ লাখ ২ হাজার ৪৭৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৭৯ কোটি ২৩ লাখ ২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮১৩ কোটি ২০ লাখ ৩৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯২৮ কোটি ৯১ লাখ ২ হাজার টাকার।  

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ০ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৪৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৭০ লাখ ১০ হাজার ৩৫১টাকা। এর আগের দিন লেনদনে হয়েছিলো ৪৫ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ১৩ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮২ লাখ ৩৩ হাজার ৮১৪ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।