ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

একদিন পর পুঁজিবাজারে আবারো দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
একদিন পর পুঁজিবাজারে আবারো দরপতন

ঢাকা: একদিন পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৬ ডিসেম্বর) পুঁজিবাজারে আবারো দরপতন হয়েছে। 

এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর আগের দিন মঙ্গলবার‍ উভয় বাজারে সূচকের উত্থান হয়েছিলো।

তবে তার আগের টানা দুই কার্যদিবস রোব ও সোমবার উভয় বাজারে দরপতন হয়েছিলো।

বুধবার ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনেদেন শুরু হয়ে চলে সকাল পৌনে ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন, যা অব্যাহত ছিলো দিনের বাকি লেনদেন পর্যন্ত। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ২০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫৬ পয়েন্ট।

ডিএসই’র তথ্য মতে, বুধবার বাজারে ১৪ কোটি ৯৪ লাখ ১৯ হাজার ৮৬৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫৮৪ কোটি ৮০ লাখ ১৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৪৮ কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা। তার আগের দিন লেনদনে হয়েছিলো ৬৮৭ কোটি ১১ লাখ ৩৫ হাজার টাকার।  
 
তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২০ দশমিক ৪৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৬ দশমিক ৫৮ পয়েন্ট কমে ২ হাজার ২৭১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৭২টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫৬ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১১ হাজার ৭২৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ২৭ কোটি ৪৬ লাখ ৩৭ হজার টাকা। এর আগের দিন লেনদনে হয়েছিলো ৩২ কোটি ৩২ লাখ ৩৬ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩১ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ৭৭৫ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৪৪টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।