ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচক বাড়লো টানা দু’দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
পুঁজিবাজারে সূচক বাড়লো টানা দু’দিন

ঢাকা: সূচক বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি এদিন লেনদেনও বেড়েছে উভয় বাজারে।

তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের দরপতনের পর সোম ও মঙ্গলবার উভয় বাজারে সূচক বাড়লো।

বাজার সংশ্লিষ্টরা জানান, ব্যাংক খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন পুঁজিবাজারে ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে। এদিন বাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৪টি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫টির আর অপরিবর্তিত রয়েছে ১টির। এর আগের দিন ব্যাংক খাতের শেয়ারের দাম বৃদ্ধির কারণে উভয় বাজারে সূচক বেড়েছে।

ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার বাজারে ১৩ কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৯৩০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪৬৫ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫৫ কোটি ৩০ লাখ ৩৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৩৮ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৪০২ কোটি ৭৫ লাখ ৮ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস-৩০ মূল্যসূচক দশমিক ৬৬ পয়েন্ট কমে ২ হাজার ২৪৩ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৩ দশমিক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৪ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৫৭৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৩০ কোটি ৭২ লাখ ৯৭ হাজার ৩৮৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৭২০ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২০ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার ২৯৩ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৩৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়:১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।