ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক উত্থানে বছর শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
সূচক উত্থানে বছর শুরু

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে নতুন বছরের প্রথম কার্যদিবস সোমবার (০১ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৫২ পয়েন্ট।

এর ফলে টানা চার কার্যদিবস সূচক বাড়লো। তবে তার আগের তিন কার্যদিবস সূচক পতন হয়েছিলো।

এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে নতুন বছরের প্রথমদিন কমেছে লেনদেনের পরিমাণ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীরা এখন বাজার পর্যবেক্ষণ করছেন, এর ফলে লেনদেন কম হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যে লেনদেনের পরিমাণ বেড়ে যাবে।  

ডিএসই’র তথ্য মতে, সোমবার বাজারে ১১ কোটি ৫৬ লাখ ৯৫ হাজার ৩৯৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৭৪ কোটি ৩০ লাখ ৭৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬২৮ কোটি ৪ লাখ ৭৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫১ কোটি ৭০ লাখ ৫৬ হাজার টাকা।  

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক বাড়লেও ডিএস-৩০ মূল্যসূচক ১ দশমিক ৬৭ পয়েন্ট কমে ২ হাজার ২৮১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ১১০টির ও অপরিবর্তিত রয়েছে ৮টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭২০ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৯২ লাখ ৫৩ হাজার ২৯৬ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৮০ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৮১৩ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭ কোটি ৮ লাখ ৪৯ হাজার ২৩৮ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ৫২টির ও অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ০১,২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।