ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে বাড়লো লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
সূচকের সঙ্গে বাড়লো লেনদেন

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে নতুন বছরের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচক ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট।

এর ফলে টানা পাঁচ কার্যদিবস সূচক বাড়লো। তবে তার আগের তিন কার্যদিবস সূচক পতন হয়েছিলো।

এদিন দেশের উভয় বাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। আর্থিক খাত, বস্ত্র, ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বৃদ্ধির কারণে পুঁজিবাজারে এ উত্থান বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বাজারে লেনদেন হওয়া আর্থিক খাতের কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ৪টি কোম্পানির শেয়ারের। বস্ত্রখাতের ৪৯টি কোম্পানির মধ্যে দামে বেড়েছে ৩৯টির, কমেছে ৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির।

এছাড়ও ওষুধ ও রসায়নখাতে তালিকাভুক্ত ২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে ৫টির আর অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার বাজারে ১৭ কোটি ৩ লাখ ৭ হাজার ৭৫৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬০৬ কোটি ৮৯ লাখ ৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭৪ কোটি ৩০ লাখ ৭৯ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬২৮ কোটি ৪ লাখ ৭৭ হাজার টাকার।  

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৫ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৯ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৯১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ১০ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৮ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৪০ পয়েন্টে অবস্থান করছে।  

এ বাজারে লেনদেন হয়েছে ৩৭ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার ৫৩১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৮ কোটি ৯২ লাখ ৫৩ হাজার ২৯৬ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১৮০ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৮১৩ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ৭৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।