ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

কারসাজির দায়ে দুই বিনিয়োগকারীকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
কারসাজির দায়ে দুই বিনিয়োগকারীকে জরিমানা

ঢাকা: সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার কারসাজির দায়ে দুই বিনিয়োগকারীকে ৪ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২ জানুয়ারি) ৬২২তম কমিশন সভায় দুই বিনিয়োগকারীকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।  

বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে বিনিয়োগকারী মো. আব্দুল্লাহ সিদ্দিকী ও মো. মোয়াজ্জেম হোসেন সিকদার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ১৭ (৫) ভঙ্গ করেছেন।  

এ জন্য মো. আব্দুল্লাহ সিদ্দিকী ও মো. মোয়াজ্জেম হোসেন সিকদারকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।