ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বাজারকে গতিশীল করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের বিকল্প নেই 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
বাজারকে গতিশীল করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের বিকল্প নেই  ডিএসই চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে বিএমবিএ প্রতিনিধি দল। ছবি: বাংলানিউজ

ঢাকা: পুঁজিবাজারের গতিশীলতার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএএম মাজেদুর রহমান। 

তিনি বলেছেন, গতিশীল বাজার গড়ে তুলতে পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে ডিএসই ও মাচের্ন্ট ব্যাংক এক সঙ্গে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নব-নির্বাচিত কমিটির প্রতিনিধিদলের উদ্দেশ্যে মাজেদুর এসব কথা বলেন।

ডিএসই এমডি বলেন, মার্চেন্ট ব্যাংকগুলো বিগত দিনেও পুঁজিবাজারকে গতিশীল করার জন্য কাজ করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।

বাজারের স্বার্থে বিএমবিএ ডিএসই-এর সঙ্গে ঐকবদ্ধভাবে কাজ করবে বলে জানিয়েছেন বিএমবিএ-এর প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী।  

বিএমবিএ-এর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও এমটিবি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মাদ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও সোহেল আরমান, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসের এমডি মো. আবু বকর, আইআইডিএফসি ক্যাপিটালের সিইও মোহাম্মদ সালেহ আহমেদ, মাইডাস ইনভেস্টমেন্টের সিইও মো. হাফিজ উদ্দিন এবং বিএমএমএল ইনভেস্টমেন্টের সিইও মো. রিয়াদ মতিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এমএফআই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।