ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির নাম পরিবর্তনের হিড়িক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির নাম পরিবর্তনের হিড়িক

ঢাকা: হঠাৎ করে নাম পরিবর্তনের হিড়িক পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর। সম্প্রতি কিছু কোম্পানি নাম পরিবর্তন করেছে। নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে আরো কিছু কোম্পানি।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সিএমসি কামাল, সজিব নিটওয়্যার, কাশেম ড্রাইসেল, তাল্লু স্পিনিং মিলস এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

মালিকানা পরিবর্তন ও কোম্পানিকে নতুন করে ব্রান্ডিং করতেই এ উদ্যোগ নিয়েছে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ।

এ কোম্পনিগুলোর মধ্যে সিএমসি কামালের নাম পরিবর্তন করে ‘আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড’ রাখা হয়েছে। এ কোম্পানিটি নতুন রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে আরো টাকা উত্তোলন করছে। এ গ্রুপের মালিকানায় এসেছেন আলিফ গ্রুপ।

‘সজিব নিটওয়ার লিমিটেড’ নামে আরো একটি কোম্পানি কিনেছে আলিফ গ্রুপ। সজিব নিটওয়ারের নাম পরিবর্তন করে ‘আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’করা হয়েছে। প্রতিষ্ঠানটি ওভার দ্যা কাউন্টার মার্কেট (ওটিসি) থেকে মূলবাজারে লেনদেন করছে।

এছাড়াও হোলসিম সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের শতভাগ শেয়ার কিনে কোম্পানিটির নাম হয়েছে ‘লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড’।

অন্যদিকে কাশেম ড্রাইসেলস লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করে ‘কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ মিথুন নিটিং অ্যান্ড ডাইং (সিইপিজেড) নাম পরিবর্তন করে ‘টয়ো নিটেক্স’ (সিইপিজেড) এবং তাল্লু স্পিনিং মিলস নাম পরিবর্তন করে ‘টয়ো স্পিনিং মিলস লিমিটেড’ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভায় এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এমএফআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।