ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে টানা পাঁচ কার্যদিবস দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
পুঁজিবাজারে টানা পাঁচ কার্যদিবস দরপতন ডিএসই-সিএসই লোগো

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও (১০ জানুয়ারি) সূচকের নিম্নমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা পাঁচ কার্যদিবস দেশের পুঁজিবাজারে সূচক পতন হলো।

বুধবার সূচক ওঠানামার প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়ে চলে বেলা পৌনে ১১টা পর্যন্ত। এরপর শুরু হয় সূচক পতন, যা দিনের বাকি লেনদেন পর্যন্ত অব্যাহত ছিলো।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫০ পয়েন্ট।

ডিএসই’র তথ্য মতে, বাজারে ১১ কোটি ৪৮ লাখ ৯ হাজার ৫৭৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪৩৯ কোটি ৩০ লাখ ৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪৮ কোটি ১২ লাখ ৬৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭৭ কোটি ৫৫ লাখ ৬৩ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৬ দশমিক ০৮ পয়েন্ট কমে ৬ হাজার ১৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ২৫৩ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৩ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫০ দশমিক ৭৮ পয়েন্ট কমে ১১ হাজার ৫৩৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৭ লাখ ৪ হাজার ৩৪২ টাকা। এর আগের দিন লেনদনে হয়েছিলো ২০ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৮৮০ টাকা।
 
সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।