ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পাঁচ কার্যদিবস পর বেড়েছে সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
পাঁচ কার্যদিবস পর বেড়েছে সূচক

ঢাকা: টানা পাঁচ কার্যদিবস পর বৃহস্পতিবার (১১জানুয়ারি) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

সপ্তাহের পঞ্চম ও শেষ এই কার্যদিবস বৃহস্পতিবার দিনভর সূচক ওঠানামার মধ্যদিয়ে লেনদেন হয়েছে। দিন শেষে ডিএসইতে সূচক বেড়েছে ৬ পয়েন্ট।

তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য কমেছে। এর আগে টানা পাঁচ কার্যদিবস পুঁজিবাজারে সূচক পতন হয়েছিলো।

ডিএসই’র তথ্য মতে, বাজারে ৯ কোটি ২৮ লাখ ১৬ হাজার ১২৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৮১ কোটি ৫১ লাখ ৩৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৩৯ কোটি ৩০ লাখ ৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪৮ কোটি ১২ লাখ ৬৫ হাজার টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬০ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৩ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে দশমিক ৩৩ পয়েন্ট কমে ১১ হাজার ৫৩৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৯২ লাখ ২০ হাজার ৪৩৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩১ কোটি ৪৭ লাখ ৪ হাজার ৩৪২ টাকা।
 
সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১২৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।