ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দুই কার্যদিবস পর পুঁজিবাজারে বড় উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
দুই কার্যদিবস পর পুঁজিবাজারে বড় উত্থান

ঢাকা: টানা দুই কার্যদিবস পর সূচকের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬জানুয়ারি) দেশের পুঁজিবাজারে শেষ লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন বেড়েছে।

মঙ্গলবার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যদিয়ে লেনদেন শুরু হয়ে চলে সকাল ১১টা ১০মিনিট পর্যন্ত। এরপর ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ এবং জ্বালানি খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সূচক বাড়তে শুরু করে।

যা দিনের বাকি সময় অব্যহত ছিলো।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১০৫ পয়েন্ট।

এর আগের গত রোব ও সোমবার টানা দুই কার্যদিবস ডিএসইতে সূচক পতন হয়েছে। তবে সিএসইতে টানা আট কার্যদিবস সূচক পতন হয়েছিলো।

ডিএসইর তথ্য মতে, বাজারে ১১ কোটি ৩৩ লাখ ৬৫ হাজার ৯২১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৮৮ কোটি ৭০ লাখ ৩২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪০৬ কোটি ১৪ লাখ ৩৪ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩২৮ কোটি ৮০ লাখ ৮৩ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭০ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪৭ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহসূচক ১৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪১টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪০৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৫ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৭ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ১১৪ টাকার।
 
সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।