ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

আনোয়ার গ্যালভানাইজিং-মিরাকলের পর্ষদ সভা ২১-২২ জানুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
আনোয়ার গ্যালভানাইজিং-মিরাকলের পর্ষদ সভা ২১-২২ জানুয়ারি

ঢাকা: মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত দু’টি কোম্পানির পরিচালনা পরিষদ সভার দিন নির্ধারণ করা হয়েছে। কোম্পানি দু’টি হচ্ছে ।

বুধবার (১৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানান যায়।

তথ্য অনুযায়ী মিরাকল ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা আগামী রোববার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (৩১ ডিসেম্বর, ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

অন্যদিকে আনোয়ার গ্যালভানাইজিংয়ের পর্ষদ সভা আগামী সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ওইদিন সভায় কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (৩১ ডিসেম্বর, ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।