ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পদ্মা অয়েল ও ফরচুন সুজের বোর্ড সভা নির্ধারণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
পদ্মা অয়েল ও ফরচুন সুজের বোর্ড সভা নির্ধারণ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল ও ফরচুন সুজ লিমিটেড কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সভার তারিখ ঘোষণা দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

ঘোষণা অনুসারে পদ্মা অয়েল কোম্পানির বোর্ড সভা ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (৩১ ডিসেম্বর, ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

পুঁজিবাজারে ট্যানারিখাতে তালিকাভুক্ত ফরচুন সুজের বোর্ড সভা ২৪ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (৩১ ডিসেম্বর, ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।