ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

আরও ২৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
আরও ২৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের আরও ২৯টি কোম্পানি তাদের বোর্ড সভার দিন ঘোষণা করেছে।

বুধবার (২৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বোর্ড সভায় কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের (৩১ ডিসেম্বর, ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।


 
কোম্পানিগুলো হলো- এটলাস বাংলাদেশ, লিগ্যাসি ফুটওয়্যার, সাইফ পাওয়ারটেক,  খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ওয়াইমেক্স ইলেকট্রোডস, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, দি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, আফতাব অটোমোবাইলস, নাভানা সিএনজি, শমরিতা হাসপাতাল, কেডিএস এক্সেসরিজ, কাশেম ড্রাইসেল, ফাইন ফুডস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, ন্যাশনাল ফিড মিলস, দেশবন্ধু পলিমার, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইয়াকিন পলিমার, ফার্মা এইড, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক,  ‍মুন্নু জুট স্টাফলার, বারাকা পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ, জিএসপি ফাইন্যান্স এবং আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
 
কোম্পানিগুলোর মধ্যে এটলাস বাংলাদেশের বোর্ড সভা আগামী ২৯ জানুয়ারি (সোমবার) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। একইদিন রাত ৭টায় লিগ্যাসি ফুটওয়্যারের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও সাইফ পাওয়ারটেকের সভা বিকেল ৩টায়, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের সভা বিকেল সাড়ে ৩টায়, ওয়াইমেক্স ইলেকট্রোডসের সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
 
এরপরের দিন অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের বোর্ড সভা ৩০ জানুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। একইদিন একই সময়ে দি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের সভা, আফতাব অটোমোবাইলসের সভা বেলা পৌনে ৩টায়, নাভানা সিএনজির সভা বিকেল সাড়ে ৩টায়, শমরিতা হাসপাতালের সভা রাত সাড়ে ৭টায়, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের সভা বিকেল ৫টায়, বিকেল সাড়ে ৩টায়, ফাইন ফুডসের সভা বেলা ৩টায়, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের সভা বিকেল সাড়ে ৩টায়, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের সভা বিকেল ৩টায়, ন্যাশনাল ফিড মিলসের সভা বিকেল ৩টায়, দেশবন্ধু পলিমারের সভা বিকেল ৩টায়, সামিট অ্যালায়েন্স পোর্টের সভা বেলা ৩টায়, ইয়াকিন পলিমারের সভা বিকেল ৫টায়, ফার্মা এইডের সভা বিকেল সাড়ে ৩টায়, স্কয়ার টেক্সটাইলের সভা বিকেল ৪টায়, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সভা বিকেল ৩টায় এবং তসরিফা ইন্ডাস্ট্রিজের সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
 
এছাড়াও মুন্নু সিরামিকের বোর্ড সভা বিকেল ৪টায় ও মন্নু জুট স্টাফলারের বিকেল পৌনে ৫টায়, বারাকা পাওয়ারের বোর্ড সভা বিকেল ৪টায়, আলিফ ইন্ডাস্ট্রিজের সভা বিকেল সাড়ে ৫টায়, জিএসপি ফাইন্যান্সের সভা ১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
 
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ১২টি কোম্পানির বোর্ড সভার দিন ঘোষণা করা হয়েছে। সব মিলে বুধবার ৪১টি কোম্পানি বোর্ড সভার দিন ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।