ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচক বেড়ে লেনদেন শেষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
পুঁজিবাজারে সূচক বেড়ে লেনদেন শেষ

ঢাকা: পুঁজিবাজারে সূচক বেড়ে লেনদেন শেষ হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৫৫ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

তার আগের দিন বুধবার (০৭ ফেব্রুয়ারি) দরপতন হয়েছিলো।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার বাজারে ৭ কোটি ৪৪ লাখ ৩২ হাজার ৪৭৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩০০ কোটি ৬৪ লাখ ২৫ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৯৮ কোটি ১২ লাখ ৩৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩২২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৯ দশমিক ২৭ পয়েন্ট কমে ৫ হাজার ৯৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৫ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ৫ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫৫ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৩৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৫২ লাখ টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ৭২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।