ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসই’র পরিচালক নির্বাচন ২০ মার্চ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
ডিএসই’র পরিচালক নির্বাচন ২০ মার্চ

ঢাকা: শেয়ারহোল্ডার পরিচালক পদে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নির্বাচন আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে।

বর্তমান পরিচালক শাকিল রিজভীর মেয়াদ শেষ হওয়ায় এ পদে ওইদিন নির্বাচন হতে পারে।

এর ফলে ডিমিউচ্যুয়ালাইজন পরবর্তী ডিএসইর শেয়ারহোল্ডারদের তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম না প্রকাশের শর্তে ডিএসইর এক পরিচালক বাংলানিউজকে নির্বাচন হওয়ার বিসয়টি নিশ্চিত করেছেন।

অবসরপ্রাপ্ত বিচারক মো. আব্দুস সামাদ এই নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডিএসইতে নির্বাচনের লক্ষ্যে আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। তার জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আগামী ১২ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

এই লক্ষ্যে ১২ মার্চ যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপরে ২০ মার্চ মতিঝিলে ডিএসইর ভবনে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিনই ভোটের ফলাফল প্রকাশ করা হবে। তবে ডিএসইর ৫৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমএফআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।